বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে আসছিল। বিলম্বে হলেও অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দলটি।
রোববার (১১ মে) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়,
“আমরা আনন্দিত যে, বিলম্বে হলেও গতরাতে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসীবাদী সরকারের সাথে যুক্ত ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচারকার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসীবাদী দল আওয়ামী লীগ ও তার সাথে যুক্ত সকল সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগের ‘গুম, খুন, নিপীড়ন এবং জনগণের বিরুদ্ধে অপশাসনের’ দায়ে বিচার হওয়া উচিত, এবং এটি একটি সঠিক সিদ্ধান্ত। বিএনপি দাবি করেছে,
ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে তারা এই দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করেছিল।
বিএনপি এক্ষেত্রে নিজেদের অবস্থানের ধারাবাহিকতা তুলে ধরে জানায়, তারা প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে, এবং অতীতে জামায়াতে ইসলামীর ক্ষেত্রেও তারা সরকারের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরোধিতা করেছিল।
তবে দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে,
“আমাদের দাবি মেনে আগেই এই সিদ্ধান্ত নিলে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপের মুখে এমন বিব্রতকর অবস্থায় পড়তে হতো না। ভবিষ্যৎ কার্যক্রমে সরকার এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে বলে আমরা আশা করি।”
সূত্র:বিবিসি
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ