প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি নির্বাচনের পর গঠিত গণতান্ত্রিক সরকারের অংশ হতে আগ্রহী নন। তিনি বলেন, “আমাদের কাজ হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে জনগণের প্রতিনিধিদের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা।”
লন্ডনের চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত এক আলোচনা সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, “এই প্রশ্নের কোনো সুযোগই নেই, একেবারেই না। আমি মনে করি, উপদেষ্টা পরিষদের কেউই নির্বাচনের পর ক্ষমতায় থাকার বিষয়ে আগ্রহী নন।”
তিনি জোর দিয়ে বলেন, “আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। জনগণের সন্তুষ্টি ও আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।”
আওয়ামী লীগের বিষয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, “যদি একটি দল তরুণদের হত্যা, গুম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে তাদের রাজনৈতিক পরিচয় নিয়েই প্রশ্ন ওঠে। আপনি কি এখনও এটিকে একটি রাজনৈতিক দল বলবেন?”
তিনি বলেন, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে এক অধ্যায়ের অবসান ঘটেছে। তবে যারা পালিয়ে গেছেন, তারা কোনো অনুশোচনা প্রকাশ না করে বরং জনগণকে উসকানি দিয়ে চলেছেন।
জাতীয় নিরাপত্তা ও রাজনীতির শৃঙ্খলা রক্ষার স্বার্থে আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আমরা শুধু এটুকুই করেছি।”
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, “অতীতে গণমাধ্যম কখনও এত স্বাধীনতা উপভোগ করেনি, যতটা এখন করছে।”
এক সাংবাদিক ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর’ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে ড. ইউনূস বলেন, “এই সময়টা ছিল অত্যন্ত সংকটময়। অনেক প্রশ্ন একসাথে উঠে এসেছে, এবং সবকিছু সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। তবে এখন পরিস্থিতি শৃঙ্খলায় ফিরেছে। দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনা ছিল আমাদের অন্যতম বড় দায়িত্ব।”
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ