পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ নিশ্চিত করেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, “উনি (ইউনূস) তো চলে যাবেন বলেননি।” শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
ড. ওয়াহিদ উদ্দিন বলেন, “আমরা যে কাজ করছি, আমাদের ওপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব পালন করতে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। তবে এসব প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা আমাদের দায়িত্ব থেকে সরে যেতে পারব না। কারণ, এই দায়িত্বের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ।”
তিনি আরও জানান, বৈঠকে তারা দেশের বিভিন্ন মন্ত্রণালয়ে সংস্কারের পথে আসা প্রতিবন্ধকতাসমূহ নিয়ে আলোচনা করেছেন। “বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিবন্ধকতাগুলো আমরা খুঁজে বের করছি এবং সেগুলো মোকাবেলার চেষ্টা করছি।”
ড. ওয়াহিদ উদ্দিন বলেন, “আগামী নির্বাচন এবং সুশাসিত গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও ক্ষেত্র তৈরির কাজ আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলোও আমরা চিহ্নিত করেছি।”
তিনি আরও জানান, “আমরা দেশের গণ-অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি ও রাষ্ট্রীয় সংস্থাগুলোকে আহ্বান জানাবো, আমাদের এই লক্ষ্য অর্জনে সহযোগিতা করার জন্য। এই দায়িত্ব আমাদের একক নয়, এটি সমষ্টিগত। আমরা এই দায়িত্ব স্বপ্রণোদিত হয়ে গ্রহণ করেছি এবং কখনো এ দায়িত্ব ছেড়ে যাবো না।”
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শনিবার আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। একনেক বৈঠকের পর ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন এক বিশেষ বৈঠকে, যেখানে নির্বাচন, সংস্কার এবং জুলাই মাসের ঘোষণাসহ গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা হয়।
বৈঠকের মাঝে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জরুরি কাজের কারণে বেরিয়ে যান। তিনি জানান, বৈঠকে প্রধান উপদেষ্টার পদত্যাগ সংক্রান্ত কোনো বিষয়ে কোনো মন্তব্য করেননি।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ