হজযাত্রীদের সেবা সহজীকরণে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় নির্মিত মোবাইল অ্যাপ “লাব্বাইক” উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্ম-কর্ম পালন করতে পারেন, সেই লক্ষ্যেই এই অ্যাপটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে নানাবিধ সুবিধা এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে, যা হজযাত্রাকে আরও সুসংগঠিত ও মনঃসংযোগপূর্ণ করবে।”
তিনি জানান, এ বছর হজযাত্রীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন, তবে আগামী বছর থেকে যেন হজ চিন্তার প্রাথমিক পর্যায় থেকেই মানুষ এটি ব্যবহার শুরু করতে পারে, সে লক্ষ্যে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “যেসব দেশ হজ ব্যবস্থাপনায় আমাদের থেকে এগিয়ে আছে, তাদের অভিজ্ঞতা গ্রহণ করব। আবার যেসব দেশে এমন অ্যাপ নেই, তাদেরকে আমরা বিনামূল্যে কারিগরি সহায়তা দেওয়ার উদ্যোগ নেব।”
অনুষ্ঠানে তিনি “লাব্বাইক” অ্যাপকে আরও সহজ, ব্যবহারবান্ধব ও ত্রুটিমুক্ত করার দিকেও গুরুত্বারোপ করেন।
একই অনুষ্ঠানে হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প্যাকেজ সুবিধারও উদ্বোধন করা হয়, যা হজযাত্রীদের আর্থিক লেনদেন ও যোগাযোগে সহায়ক ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: