জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৪ মে) ইউএনবিকে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘একনেক সভা শেষে প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ওই কর্মকর্তা আরও জানান, চলমান রাজনৈতিক অস্থিরতা ও নানা গুঞ্জনের মধ্যেই শনিবার সন্ধ্যায় বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিএনপির একটি প্রতিনিধি দল তার সরকারি বাসভবন ‘যমুনা’য় বৈঠকে অংশ নেবে। বৈঠকে বিএনপির নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকালীন রোডম্যাপ এবং দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে এ বছরের মধ্যেই নির্বাচন আয়োজনের বিষয়ে তাদের প্রস্তাব ও পর্যবেক্ষণ তুলে ধরবেন।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ