নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (২০ এপ্রিল) আবেদন জমার নির্ধারিত সময় শেষ হওয়ার পর কমিশন এই সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন ২২ জুন পর্যন্ত নতুন দলগুলো আবেদন জমা দিতে পারবে।
ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, এখন পর্যন্ত ২০টি রাজনৈতিক দল সময় বাড়ানোর আবেদন করেছে। এর মধ্যে সাতটি দল ইসির নির্ধারিত ফরমে আবেদন করেছে, আর তিনটি দল দলীয় প্যাডে আবেদন জমা দিয়েছে।
জানা গেছে, যারা সময় বাড়ানোর আবেদন করেছে তাদের মধ্যে রয়েছে: নতুন বাংলা, সম্মিলিত ইসলামী ঐক্যজোট, আমজনতার দল, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, লেবার পার্টি বাংলাদেশ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ গ্রিন ইনভারমেন্ট পার্টি, আমার দেশ আমার অধিকার পার্টি (এনডিএপি), বাংলাদেশ গণ মুক্তি পার্টি, বাংলাদেশ একুশে পার্টি, গণ অধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ ছাত্র জনতা পার্টি, বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (বিএসডিপি), বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি, গণতান্ত্রিক নাগরিক শক্তি (ডিসিপি), বাংলাদেশ সমতা পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ আ-আমজনতা পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এছাড়া যেসব দল ইতোমধ্যে নিবন্ধনের জন্য আবেদন করেছে তাদের মধ্যে রয়েছে: বাংলাদেশ রক্ষণশীল দল (বিসিপি), জনতা কংগ্রেস পার্টি, বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি, বাংলাদেশ জাস্টিস পার্টি (বাজাপা), বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি, বাংলাদেশ মুক্তি ঐক্যদল, বাংলাদেশ জনশক্তি পার্টি, বাংলাদেশ জাতীয় ভূমিহীন পার্টি (বিএমএলপি), বাংলাদেশ রিপাবলিক পার্টি এবং বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা)।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীদের সকল প্রাসঙ্গিক কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে। পরবর্তী ধাপে আবেদনগুলোর যাচাই-বাছাই শেষে কমিশন নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ