২০২৪ সালের আগস্টে আকস্মিক বন্যায় ১১টি জেলায় উদ্ধার কার্যক্রমে হিমশিম খাওয়ার প্রেক্ষাপটে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারে ৩৭ জেলায় ৩৭০টি রেসকিউ বোট কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হচ্ছে ২৪৪ কোটি টাকার একটি প্রকল্প।
‘বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং)’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। প্রকল্পে বিশ্বব্যাংক দেবে ২৩৮ কোটি ৩৪ লাখ টাকা, বাকি ৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয় বহন করবে সরকার। প্রকল্পটি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় দুর্যোগপ্রবণ ৩৭টি জেলায় ৩৭০টি রেসকিউ বোট সরবরাহ করা হবে। প্রতিটি জেলায় থাকবে ১০টি করে বোট। প্রতি বোটে একসঙ্গে ২০ থেকে ২৪ জনকে উদ্ধার করা যাবে।
এছাড়া প্রকল্পের আওতায়:
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন বলেন, “২০২৪ সালের বন্যায় গিয়ে আমরা রেসকিউ বোটের বড় ঘাটতি দেখেছি। সে অভিজ্ঞতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে দুর্যোগে যেন দ্রুত সাড়া দেওয়া যায়, সে লক্ষ্যে প্রতিটি জেলায় রেসকিউ বোট সংরক্ষণের পরিকল্পনা করা হয়েছে।”
প্রকল্পটির মূল কার্যক্রম বাস্তবায়ন হবে বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার ১০টি উপজেলায়। সেখানকার উচ্চ দারিদ্র্যের মধ্যে বসবাসকারী পরিবারগুলোর তাৎক্ষণিক কর্মসংস্থানের পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় স্থানীয় সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে প্রকল্পটি।
সূত্র : আমার দেশ