বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকারের ভুল নীতির কারণে দেশের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং হাজার হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়ছেন। তিনি বলেন, ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, অথচ তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে সাধারণ শ্রমজীবীদের পথে বসিয়ে দেওয়া হয়েছে। অথচ প্রতিষ্ঠানগুলো বন্ধ না করে সেখানে প্রশাসক নিয়োগ দিয়ে চালু রাখা যেত। এতে হাজার হাজার শিক্ষিত কর্মীর কর্মসংস্থান রক্ষা করা সম্ভব হতো।
বুধবার (৩০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, "দেশ আজ এক গভীর সংকটকাল অতিক্রম করছে। শ্রমজীবী মানুষের আয় ক্রমেই কমে যাচ্ছে। গ্যাস ও বিদ্যুতের তীব্র ঘাটতির কারণে একের পর এক শিল্পকারখানা বন্ধ হচ্ছে। এখনো প্রতিদিন শ্রমিক ছাঁটাই চলছে। হাজার হাজার শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে।"
তিনি আরও বলেন, “শ্রমিকদের জীবনে আজ কোনো অর্থনৈতিক বা সামাজিক নিরাপত্তা নেই। সরকারদলীয় দুর্নীতি ও লুটপাটের কারণে রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকলগুলো বন্ধ হয়ে গেছে, ফলে হাজার হাজার শ্রমিক তাদের পরিবার-পরিজনসহ অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। অনেক শিশুই স্কুলে যেতে পারছে না।”
ছাত্র-জনতার আন্দোলনে শ্রমিক দলের কর্মীদের প্রাণহানির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, "গত জুলাই-আগস্ট মাসে ছাত্র ও জনতার আন্দোলনে আমাদের শ্রমিক দলের ৭১ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। এছাড়াও ৩০ জন রিকশাচালকসহ অসংখ্য ভাসমান শ্রমজীবীও নিহত হয়েছেন। অথচ অনেকে শ্রমিক শ্রেণির এই আত্মত্যাগকে স্বীকার করতে চান না।"
সূত্র:দৈনিক ইত্তেফাক
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ