ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়োন সার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানার আবেদনের মুখে যুক্তরাজ্য থেকে সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে নিজ দেশে ফিরে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক (জিএলএএন)। এ ছাড়া হিন্দ রজব ফাউন্ডেশনও ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে একই ধরনের আবেদন জমা দেয়।
জিএলএএন এক্সে (টুইটার) পোস্ট দিয়ে জানায়, গিদিয়োন সার যুক্তরাজ্য ত্যাগ করছেন এবং তার বিরুদ্ধে চলমান তদন্তে গুরুতর অভিযোগ রয়েছে। কেউ তাকে দেখলে যেন লন্ডন মেট্রোপলিটন পুলিশকে জানায়, তবে তার সঙ্গে সশস্ত্র নিরাপত্তা রক্ষী থাকতে পারে বলে সরাসরি যোগাযোগ না করার অনুরোধ জানানো হয়।
এর আগে গোপনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার একটি বৈঠকের খবর প্রকাশিত হয়। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের কথা স্বীকার করে জানায়, এটি ছিল ব্যক্তিগত এবং আলোচনার বিষয় ছিল গাজা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি।
গিদিয়োন সারের যুক্তরাজ্যে শনিবার পর্যন্ত থাকার কথা থাকলেও বুধবারের আগেই তিনি দেশ ত্যাগ করেন। তার বিরুদ্ধে ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত গাজার কামাল আদওয়ান হাসপাতাল ঘেরাও করে রাখা, সেখানকার চিকিৎসক, রোগী ও কর্মীদের ওপর হামলা এবং হাসপাতাল পরিচালক ড. হুসাম আবু সাফিয়াকে অপহরণের অভিযোগ রয়েছে। একইসঙ্গে তিনি গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর বিরোধিতাও করেন।
এইসব অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করছে, যা ভবিষ্যতে যুদ্ধাপরাধের বিচারে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে।
ক্ষুধায় ধুঁকছে গাজা, মৃতের সংখ্যা বাড়ছেই—শেষ ২৪ ঘণ্টায় ৬৪ জনের মৃত্যু
বাংলাদেশের মন্তব্যে ক্ষুব্ধ নয়াদিল্লি, পশ্চিমবঙ্গ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া ভারতের
ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মানেনি হামাস
যুক্তরাষ্ট্রে ৩২৭ শিক্ষার্থীর ভিসা বাতিল, অর্ধেকই ভারতীয়: কংগ্রেস নেতার দাবি
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না