ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশিষ্ট ইহুদিবাদবিরোধী ধর্মীয় নেতা রাব্বি ইসরোয়েল ডোভিড ওয়েইস। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানি জনগণের সঙ্গে একাত্মতা পুনর্ব্যক্ত করেন তিনি।
ইরানের মেহের নিউজ জানিয়েছে, রাব্বি ওয়েইস ব্রাজিলে ব্রিকস সম্মেলনের বিভিন্ন পার্শ্ব-আয়োজনে অংশ নিতে গেছেন। সেখানেই তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ও আলোচনায় মিলিত হন।
এর আগে তিনি ব্রাজিলে অবস্থিত ইরানি দূতাবাসও পরিদর্শন করেন। সেখানে তিনি ইরানি জনগণ ও সরকারের প্রতি সংহতি প্রকাশ করেন এবং নির্মম জায়নবাদী হামলায় নিহত শহিদদের স্মরণে স্মৃতি বইতে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৩ জুন ইরানে সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় টানা ১২ দিন ধরে আগ্রাসন চালায় বর্বর ইসরাইলি বাহিনী। ২২ জুন যুক্তরাষ্ট্র এই আগ্রাসনে সরাসরি যুক্ত হয়ে ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
এই হামলার পাল্টা জবাবে ইরানি সামরিক বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায়। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি-এর অংশ হিসেবে ইসরাইলের দখলকৃত ভূখণ্ডজুড়ে ২২ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ইসরাইলি শহরগুলো।
এছাড়াও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী কাতারের আল-উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটি পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি।
২৪ জুন থেকে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির ফলে বর্তমানে লড়াই বন্ধ রয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই