বিনিয়োগ সম্মেলন ও এসএসসি পরীক্ষার কারণে ‘মার্চ ফর গাজা’ শাহবাগ থেকে স্থান পরিবর্তন করে আগের ষোষিত তারিখেই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।
বুধবার ‘ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট’ এক জরুরি বৈঠকে বিনিয়োগ সম্মেলন ও পরীক্ষার কথা বিবেচনা করে ‘মার্চ ফর গাজা’ এর তারিখ অপরিবর্তিত রেখে শুধু স্থান পরিবর্তন করেছে।
বৈঠকে জানানো হয়, ১২ এপ্রিল শনিবার পূর্বনির্ধারিত তারিখেই ‘মার্চ ফর গাজা’ অনুষ্ঠিত হবে। তবে স্থান পরিবর্তন করে শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টা থেকে শুরু হয়ে মাগরিবের পূর্ব পর্যন্ত চলবে।
এ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন ইসলামিক স্কলার ও বক্তা ড. মিজানুর রহমান আজহারি, ক্রিকেটার মাহমুদ উল্লাহ রিয়াদ, আরেক ইসলামিক স্কলার ও বক্তা শায়খ আহমাদুল্লাহ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক (কায়েম) এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরারসহ অনেকেই।
সূত্র: আমার দেশ
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না