প্রিয় দেশবাসী, জাগ্রত জনতা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমরা জাগ্রত জুলাই নামে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্যা'সিবাদের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের আধুনিক ভার্সন স্বৈ'রাচার খু'নি হাসিনার গনহ'ত্যার বিচারের দাবি ও জুলাইয়ের চেতনাকে জাগ্রত রাখার প্রয়াসে আমাদের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে গত ১ মে রাজু ভাস্কর্যের সামনে ফ্যা'সিস্ট খু'নি হাসিনার একটি ফাঁ'সির মঞ্চের প্রতিকৃতি স্থাপন করি। যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ পেয়েছিল। জাগ্রত জুলাই কোন ধর্মীয় সংগঠন নয় এবং গতকাল ৩ মে হেফাজতে ইসলামের নারীর সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে পালিত সমাবেশের সাথে এর কোন সম্পর্ক নেই। কিন্তু অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম গতকাল ৩ মে ভোরের কাগজ সহ কিছু গণ মাধ্যম ফ্যা'সিস্ট এর প্রতি ঘৃণা ও ক্ষোভ থেকে উক্ত প্রতিকৃতির গায়ে জুতো নিক্ষেপ ও টানা হেচরার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টায় এ ঘটনাকে নারীর প্রতি ক্ষো'ভের বহিঃপ্রকাশ বলে মেনুপুলেট করার চেষ্টা করেছে। এটাকে আমরা স্পষ্টভাবে সাংবাদিকতার নীতির প্রতি অসম্মান ও ধৃ'ষ্টতার চোখে দেখছি এবং সংশ্লিষ্টদের এই কর্মকে পরিকল্পিত বলেই বিবেচনা করছি এবং এ ন'গ্ন মিথ্যা ন্যারেটিভ প্রচারের প্রক্রিয়াকে আমরা স্পষ্ট ফ্যা'সিবাদের এবং ফ্যা'সিবাদের অভিভাবক রাষ্ট্রের নোংরা ষ'ড়যন্ত্র বলে বিবেচনা করছি। আমরা জাগ্রত জুলাই এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি এর প্রতিবাদে আগামী ৫ মে বিকাল ৫ টায় রাজু ভাস্কর্যের সামনে একটি প্রতিবাদ সমাবেশ কর্মসূচির আহ্বান করেছি।
আমাদের দাবি...
১। মিথ্যা বয়ান প্রচারকারী হলুদ সাংবাদিক ও সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ।
২। অতিসত্তর জুলাই, পিলখানা ও শাপলা গণহ'ত্যা এবং গুম খুন ও জুডিশিয়াল কিলিং এর বিচারিক প্রক্রিয়া চালু করা।
৩। ফ্যা'সিস্ট সংগঠন আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা।
৪। ফ্যা'সিবাদের দোসর গণমাধ্যমগুলোকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা।
৫। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাপটি মেরে থাকা ফ্যা'সিবাদের দোসরদেরকে চিহ্নিত করে অতিসত্বর বিচার নিশ্চিত করা।
আহবানে,
কর্ণেল আশরাফ আল দ্বীন
সভাপতি, জাগ্রত জুলাই
ও
আবদুল্লাহ আল মাহমুদ
সেক্রেটারি, জাগ্রত জুলাই