সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাথমিকের সহকারী শিক্ষকরা ১২তম এবং প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে উন্নীত হবেন। এতে বহুদিনের দাবি পূরণ হতে যাচ্ছে প্রাথমিক শিক্ষকদের।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদের নেতৃত্বে গঠিত “প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে পরামর্শক কমিটি”-র সুপারিশ এবং উচ্চ আদালতের রায়ের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে প্রয়োজনীয় চেকলিস্ট অনুযায়ী উন্নীত গ্রেডের প্রস্তাব তৈরির নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
পরামর্শক কমিটি গত ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেছে, সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে শুরুর পদ হবে শুধু “শিক্ষক”, যার বেতন গ্রেড হবে ১২তম। দুই বছর পর চাকরি স্থায়ী করে আরও দুই বছর পর তাঁরা হবেন “সিনিয়র শিক্ষক” এবং পাবেন ১১তম গ্রেড। প্রধান শিক্ষকদের জন্য প্রস্তাব করা হয়েছে ১০ম গ্রেড।
এ বিষয়ে আদালতের রায় ইতোমধ্যেই এসেছে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের পক্ষে। সেই রায় এবং পরামর্শক কমিটির সুপারিশ বাস্তবায়নে অগ্রসর হচ্ছে মন্ত্রণালয়।
এখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর পর বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে চূড়ান্ত অনুমোদনের জন্য।
সূত্র:কালবেলা