আন্তর্জাতিক উত্তেজনা ও সম্ভাব্য নিরাপত্তা হুমকির প্রেক্ষিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা দুদেশের মধ্যে যুদ্ধাবস্থার ইঙ্গিত দিচ্ছে, যা দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। এনসিপি বিবদমান পক্ষগুলোর প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানায়।
একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টি দাবি করেছে, ভারতে আশ্রয় নেওয়া ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। তারা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও নাশকতার চেষ্টা করছে বলেও উল্লেখ করে দলটি। এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত বাহিনীগুলোর প্রতি সীমান্তে সর্বাত্মক সতর্কতা ও কার্যকর প্রস্তুতির আহ্বান জানায় এনসিপি।
দলটি মনে করে, এমন সংকটময় মুহূর্তে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় এটি একটি নৈতিক কর্তব্য।
সূত্র : আমার দেশ
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ