জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহুল প্রত্যাশিত বৈঠক শুরু হয়েছে আজ শনিবার সকালে। জাতীয় সংসদের এলডি হলে সকাল সাড়ে ১০টায় এই বৈঠক শুরু হয়।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে বৈঠকস্থলে পৌঁছান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
১০টা ২১ মিনিটে এলডি হলে প্রবেশ করেন এনসিপির আট সদস্যের প্রতিনিধিদল। দলে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা।
বৈঠকটি শুরু হয় ১০টা ৩৪ মিনিটে, সঞ্চালনায় ছিলেন মনির হায়দার। শুরুতেই ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে যেসব বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে, তার মধ্যে রয়েছে—প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিতকরণ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট চালু, আনুপাতিক নির্বাচন পদ্ধতি, সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বাধ্যবাধকতা, জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না রাখা, রাষ্ট্রপতির সরাসরি নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা, নারীর ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা নির্ধারণ।
দেশের রাজনৈতিক কাঠামো পুনর্গঠনে এই বৈঠক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে যৌথ বিবৃতি দেওয়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ