ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আজ মঙ্গলবার (৬ মে) বিকেল ৫টায় ঘোষণা হতে যাচ্ছে একটি নতুন জাতীয় জোট—‘জুলাই ঐক্য’। বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠন নিয়ে গঠিত এই জোটের মূল লক্ষ্য জুলাই মাসের তথাকথিত গণহত্যার আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত ও বিচার নিশ্চিত করা এবং আওয়ামী লীগকে আইনিভাবে নিষিদ্ধ ঘোষণা করা।
জোটের আওতায় ইতোমধ্যেই ইনকিলাব মঞ্চ, জুলাই রেভ্যুলিশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স, জুলাই রেভ্যুলাইশনারি অ্যালায়েন্স, রক্তিম জুলাই এবং প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশসহ একাধিক সংগঠন নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে একযোগে এই উদ্যোগের কথা প্রচার করছে।
জোটের নেতারা বলছেন, ‘জুলাই অভ্যুত্থান’ একটি গণতান্ত্রিক প্রতিরোধের প্রতীক, যা দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন যুগের সূচনা করেছিল। তাদের দাবি, সরকার এ ঘটনার দায় এড়াতে পারে না, এবং এটি একটি পরিকল্পিত গণহত্যা হিসেবে আন্তর্জাতিক তদন্তের দাবি রাখে। এছাড়া তারা শহীদ, আহত ও নিখোঁজদের পূর্ণ তালিকা প্রকাশ এবং ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি তুলেছেন।
‘জুলাই ঐক্য’ শুধু একটি প্রতিবাদী প্ল্যাটফর্ম নয়, বরং একটি রাজনৈতিক-সামাজিক বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায় বলে জানানো হয়েছে। ঐক্যজোটটি বিশ্বাস করে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি গণতন্ত্র, জবাবদিহিতা ও জনগণের অধিকারের ভিত্তিতে পুনর্গঠন করতে হলে এ ধরনের ঐক্য অপরিহার্য।
সূত্র:কালবেলা
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ