পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে 'আপ বাংলাদেশ' নামে একটি নতুন প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা, প্রতিজ্ঞা ও ঐক্য ধরে রাখার লক্ষ্যেই এই প্ল্যাটফর্ম গঠিত হয়েছে।
শুক্রবার (৯ মে) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠান শুরু হয়। তার আগে বিকেল তিনটা থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ ছোট ছোট দলে শহীদ মিনারে জড়ো হতে থাকেন।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ওয়াসিমের বাবা শফিউল আলমসহ ঢাকার শহীদ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা রাফে সালমান রিফাত বলেন, “সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। তৃণমূল পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করাই আমাদের মূল উদ্দেশ্য।”
অনুষ্ঠানস্থলে শহীদ মিনারের ডান পাশে একটি ‘লেখার বোর্ড’ স্থাপন করা হয়, যেখানে অনেকেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে বার্তা লেখেন। একইসঙ্গে ‘জান দিব, তবু জুলাই দিব না কভু’— এই প্রতিজ্ঞার প্রতীক হিসেবে একটি মোটিফ স্থাপন করা হয়, যেখানে দাঁড়িয়ে অনেকে ছবি তোলেন।
সূত্র:আমার দেশ
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ