আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করে নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার (১৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবির কথা জানানো হয়।
সংগঠনের অন্যতম মুখপাত্র মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, “আওয়ামী লীগের দীর্ঘ সময়ের অত্যাচার, অনাচার ও দুর্নীতির দায় তারা এড়িয়ে যেতে পারে না। এ কারণেই দলটির রাজনীতি নিষিদ্ধ করা ও চিরতরে নিবন্ধন বাতিল করা উচিত।”
তিনি আরও বলেন, “জনআকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন তখনই ঘটবে, যখন আওয়ামী লীগকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের নেতারা ৩০ কার্যদিবসের মধ্যে “জুলাই ঘোষণা পত্র” প্রকাশের দাবি জানান। এছাড়া, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়ার অগ্রগতি জানতে সংশ্লিষ্ট প্রসিকিউশনের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্তের কথাও জানান তারা।
জুলাই ঐক্য নেতারা আরও বলেন, গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনকে ফ্যাসিস্ট দখলদারিত্ব থেকে মুক্ত করা, বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরসহ সকল গণহত্যার বিচার নিশ্চিত করা, শেয়ার বাজার কেলেঙ্কারি, হলমার্ক কেলেঙ্কারি ও পদ্মা সেতুসহ অন্যান্য দুর্নীতির সুষ্ঠু বিচার এবং সচিবালয়ের ভেতরে থাকা ‘ফ্যাসিস্টের দোসরদের’ আইনের আওতায় আনার দাবিও তারা তুলেছেন।
তারা হুঁশিয়ারি দেন, এসব দাবি উপেক্ষা করা হলে প্রয়োজনে আবারও রাজপথে নেমে আন্দোলন গড়ে তোলা হবে।
সূত্র:যুগান্তর
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ