ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রোববার ইসলামাবাদ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সরকারি বিবৃতিতে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে একে “ইরানের বিরুদ্ধে ধারাবাহিক আগ্রাসন” বলে অভিহিত করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রোববার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সঙ্গে ফোনালাপ করেন, যেখানে তিনি ইরানের জনগণ ও সরকারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।
বিশ্লেষকেরা বলছেন, আঞ্চলিক অস্থিরতা আরও জটিল হয়ে উঠছে এবং এর প্রভাব সরাসরি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতির ওপরও পড়তে পারে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই