জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “খুনি সন্ত্রাসী লীগ নিষিদ্ধের মতো একটি ঐতিহাসিক ঘটনার পর আমাদের এখন সিসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।” তিনি হুঁশিয়ার করেন, “আমাদের যেকোনো বিভেদ কেবল গণহত্যাকারীদের শক্তিশালীই করবে না, বরং আমাদের জন্য চূড়ান্ত সর্বনাশ ডেকে আনবে।”
মঙ্গলবার (১৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সারজিস আলম এই মন্তব্য করেন।
তিনি লিখেন, “আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলাম বলেই ছুপা আওয়ামীপ্রেমীরা বাধা দেওয়ার সাহস করেনি। তবে তাদের গোপন ষড়যন্ত্র চলমান রয়েছে। আমাদের দাবির আংশিক বাস্তবায়ন হয়েছে। পূর্ণ বাস্তবায়নের পূর্ব পর্যন্ত যেকোনো ধরনের বিভেদ আমাদের সংগ্রামকে দুর্বল করবে এবং দাবির বাস্তবায়নে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে।”
তিনি আরও বলেন, “জাতির এই জরুরি ঐক্যের মুহূর্তে, বিশেষ করে জুলাইয়ের মহান ঐক্য যেন কোনো ইকুয়েশনে বিনষ্ট না হয়। অস্তিত্বের এই লড়াইয়ের চেয়ে অন্য কোনো কিছুর অগ্রাধিকার যেন কখনোই বেশি না হয়। অন্যথায়, ইতিহাস ও জনতার আদালতে দোষী হিসেবে সেই নামগুলো আজীবন লেখা থাকবে।”
সারজিস আলমের এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। অনেকে তাঁর ঐক্যের আহ্বানকে সমর্থন জানিয়েছেন এবং চলমান রাজনৈতিক বাস্তবতায় তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ