জুলাই যোদ্ধারা এখনও মাঠে আছে, কেউ ঘরে ফেরেনি"— এমন হুঁশিয়ারি দিয়ে আগামী ৩১ মে’র মধ্যে সচিবালয় থেকে ‘দোসরদের’ অপসারণের দাবি জানিয়েছেন জুলাই ঐক্যের সংগঠক ও দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক ইসরাফিল ফরাজী।
বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে আবার রাজুর পাদদেশে শেষ হওয়া এক প্রতিবাদ র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। র্যালির আয়োজন করে গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ৮০টি সংগঠনের সমন্বয়ে গঠিত প্লাটফর্ম ‘জুলাই ঐক্য’।
ইসরাফিল ফরাজী বলেন,
“গত দুদিন ধরে গুজব ছড়ানো হচ্ছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন। আমরা বলে দিতে চাই, জুলাই যোদ্ধারা এখনও মাঠে আছে। কেউ ঘরে ফেরেনি। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা এখন ক্ষমতার দাপট দেখাচ্ছেন, তাদের দিন বেশি নেই। ১৫ বছর শেখ হাসিনা ক্ষমতায় থেকেও শেষ রক্ষা করতে পারেননি, আপনারা নয় মাসে কীভাবে টিকবেন?”
তিনি ২০ মে দেওয়া আলটিমেটামের পুনরাবৃত্তি করে বলেন,
“৩১ মে’র মধ্যে সচিবালয় দোসরমুক্ত না হলে, জুলাই ঐক্য কর্মসূচি দিয়ে সচিবালয় ঘেরাও করবে।”
আবেগঘন সুরে ফরাজী বলেন,
“আমরা কচুক্ষেত, নীলক্ষেত, লালক্ষেত বুঝি না। আমরা শুধু বাংলাদেশ বুঝি। যারা বাংলাদেশের পক্ষে আছেন, আমরা তাদের পক্ষে। না হলে আমরাও না।”
তিনি আরও বলেন,
“সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিন। সম্মানের সঙ্গে আমাদের সঙ্গে থাকুন। অন্যথায় পালানোর পথ পাবেন না।”
সম্প্রতি অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে প্রশাসনের ভেতরে পুরনো আমলার প্রভাব ও বৈদেশিক হস্তক্ষেপের অভিযোগ এনে ‘জুলাই ঐক্য’ ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে তারা ভারতীয় হস্তক্ষেপ ও ‘দোসর’দের অপসারণে জোরালো অবস্থান নিয়েছে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ