জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সচিবালয়ে ও প্রশাসনে কর্মরত আওয়ামী লীগের ‘দোসর’ আমলাদের একটি তালিকা প্রকাশ করেছে ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার বেলা ১১টার দিকে আয়োজিত এই সম্মেলনে তারা ৪৪ জন সচিবালয়কর্মী ও প্রশাসনের প্রায় ৫০ জন কর্মকর্তাকে আওয়ামী লীগপন্থী বা ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে উল্লেখ করে।
সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। এসময় শহীদ মুহতাসির রহমান আলিফের বাবা মোহাম্মদ গাজীউর রহমান তালিকায় থাকা ব্যক্তিদের নাম পড়ে শোনান।
তারা দাবি করে, শুধু জুলাই-আগস্ট নয়, গত ১৫ বছর ধরে এসব আমলা ও প্রশাসনিক কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকে শক্তিশালী করতে কাজ করেছেন এবং এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ন্ত্রণ করছেন।
সংগঠনটি এ সময় আটজন আমলাকে চলতি মাসের মধ্যেই চাকরিচ্যুত করার দাবি জানায়। পাশাপাশি ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে বিভিন্ন সেক্টরে—যেমন শিক্ষাঙ্গন, চিকিৎসাক্ষেত্র, আইনাঙ্গন ও গণমাধ্যম—নিয়োজিত ব্যক্তিদের তালিকাও পর্যায়ক্রমে প্রকাশের ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে ‘জুলাই ঐক্য’ আট দফা দাবি উত্থাপন করে। এর মধ্যে রয়েছে:
সংগঠনটি এসব দাবি আদায়ে সরকারকে ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ