সংস্কার, নির্বাচন ও নারী কমিশনের প্রস্তাবসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোটের শীর্ষ নেতাদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি বৃহস্পতিবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ইসলামী ঐক্যজোটের পক্ষে নেতৃত্ব দেন জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের। মতবিনিময় সভায় উভয় পক্ষ সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।
সিদ্ধান্তগুলোতে জাতীয় নির্বাচনে সম্মিলিতভাবে আসনভিত্তিক একক প্রার্থী দেয়ার কৌশলগত ঐকমত্য, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদমুক্ত ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে যৌথ প্রচেষ্টা এবং ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসন পুনঃপ্রতিষ্ঠার পথ বন্ধ করার অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া যৌক্তিক সংস্কার প্রক্রিয়া শেষে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি, যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও অর্থপাচারকারীদের বিচার ও শাস্তির দাবি, আওয়ামী ‘ফ্যাসিবাদ’ বিরোধী শক্তিগুলোর ঐক্য এবং নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি পুনরুল্লেখ করা হয়। একইসঙ্গে জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালুর দাবি জানানো হয়।
সভায় ইসলামী ঐক্যজোটের পক্ষে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা জোনায়ের আহমাদ, মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতী শামসুল আলম, মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা লিয়াকত আলী এবং মাওলানা মাসরূর আহমাদ।
অন্যদিকে, ইসলামী আন্দোলনের পক্ষে সভায় অংশ নেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ