আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার উদ্যোগ এবং দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিএনপি। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ রোববার রাজধানীতে এক সেমিনারে এ মন্তব্য করেন।
মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত সেমিনারটি আয়োজন করে "রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ", "নাগরিক কোয়ালিশন" এবং "সংবিধান সংস্কারে নাগরিক জোট"। সেমিনারে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সংবিধান ও রাজনৈতিক কাঠামোর সংস্কারের সাত দফা প্রস্তাব।
এর আগে শনিবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়। এতে রাষ্ট্রপতির ক্ষমতাবলে প্রণীত "আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (দ্বিতীয় সংশোধনী) অর্ডিন্যান্স, ২০২৫" জারি করা হয়।
সংশোধিত আইন অনুযায়ী, কোনো সংগঠন যদি আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকে বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়, তাহলে ট্রাইব্যুনাল সেই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করতে পারবে। এছাড়া দলটির নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করারও আইনি ক্ষমতা পাবে ট্রাইব্যুনাল।
শনিবার রাতেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতেই এই সংশোধনী আনা হয়েছে। একইসঙ্গে বিচারের রায় না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রম—বিশেষ করে সাইবার স্পেসে—নিষিদ্ধ থাকবে।
নতুন আইনে আরও বলা হয়েছে, সংগঠন সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী যদি আন্তর্জাতিক অপরাধে সহায়তা, নির্দেশনা, প্ররোচনা, ষড়যন্ত্র বা অংশগ্রহণ করে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া যাবে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ