রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এই মামলায় ৩০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (৩০ জুন) সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউটর গাজী এম এইচ তামিম অভিযোগ দাখিল করেন। দুপুর ১১টা ৩০ মিনিটে অভিযোগ আমলে নেয়ার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ১৫ জুন ট্রাইব্যুনাল আগামী ১৪ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয় এবং শুনানির দিন ধার্য করে ২৬ জুন। তদন্ত শেষে দাখিলকৃত প্রতিবেদনে আবু সাইদ হত্যাকাণ্ডে ৩০ জনের সম্পৃক্ততা উঠে এসেছে বলে নিশ্চিত করেছে তদন্ত সংস্থা।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে দেশজুড়ে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৬ জুলাই রংপুর শহরের পার্ক মোড়ে পুলিশ গুলিতে নিহত হন আবু সাইদ। ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক। ঘটনাস্থলে নিরস্ত্র অবস্থায় তাকে গুলি করার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
আবু সাইদের মৃত্যু ছাত্র-জনতার অভ্যুত্থানে অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত হয়, যার প্রেক্ষিতে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হন।
এই হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ায় শহীদ সাইদের পরিবার ও ছাত্র সমাজ ন্যায়বিচারের আশায় আশাবাদী হয়ে উঠেছে।
৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন বলে বিবিসি আই- এর একটি অনুসন্ধানে উঠে এসেছে
গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ
আদালত অবমাননার মামলা: শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড