স্বরাষ্ট্র উপদেষ্টা লে. কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তিনি যেকোনো সময় দেশে ফিরে আসতে পারেন।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারত থেকে পুশ-ইন প্রসঙ্গে মন্তব্য করে তিনি বলেন,
"ভারত থেকে যাদের পুশ ইন করা হচ্ছে তারা প্রপার চ্যানেলে আসছেন না, জোর করে ঠেলে দেওয়া হচ্ছে। বিষয়টি ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে।"
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন:
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান
হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম
গাজীপুর জেলার পুলিশ সুপার ড. যাবের সাদেক
ও অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।
সরকারের পক্ষ থেকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা এবং রাজনৈতিক প্রতিশ্রুতি—সবদিকেই সমন্বিত মনোযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ