গোলা, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিকতায় এবার ভারতের ওপর সাইবার হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। শনিবার (১০ মে) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সাইবার ইউনিট ভারতের সামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে এবং এটি কার্যকরভাবে ভারতীয় সামরিক সক্ষমতায় আঘাত হেনেছে। খবর জিওটিভি নিউজের।
পাকিস্তানি সেনাবাহিনীর মতে, সাইবার হামলায় ভারতের সামরিক উপগ্রহ, বিশেষ করে নেভিগেশন এবং যোগাযোগ উপগ্রহগুলো ‘সফলভাবে জ্যাম’ করা হয়েছে। এতে দেশটির সামরিক নেটওয়ার্কে ব্যাপক প্রভাব পড়েছে বলে দাবি করা হয়।
তারা আরও জানিয়েছে, এই সাইবার আক্রমণ ভারত সরকারের ইমেল সার্ভার ও কৌশলগত পোর্টালগুলোকেও ক্ষতিগ্রস্ত করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত সরকারের গুরুত্বপূর্ণ কিছু সার্ভারে হামলা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে এখনো ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর পাশাপাশি একই দিনে আরেকটি হামলার খবর জানিয়েছে জিওটিভি নিউজ। খবরে বলা হয়, ভারতের পাঞ্জাব রাজ্যের ভাতিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানি বাহিনী এই হামলার দায় স্বীকার করেছে। তবে বিমানঘাঁটিতে ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছিল কি না, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এই দুই ধরনের আক্রমণ—সাইবার এবং সামরিক—উল্লেখযোগ্য উত্তেজনা সৃষ্টি করেছে অঞ্চলজুড়ে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে আন্তর্জাতিক মহল।
সূত্র:কালবেলা
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই