ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে বড় ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। রোববার ভোরে চালানো এই হামলার মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সমন্বয় করে এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, ‘রোববার ভোরে যে অভিযান পরিচালনা করা হয়েছে, তা সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’ অভিযানে ‘ফিলিস্তিন-২’ নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
ইয়াহিয়া সারি আরও বলেন, ইয়াফা অঞ্চলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে সামরিক প্রতিরোধ গড়ে তুলেছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, গাজায় আগ্রাসন ও অবরোধ চলতে থাকলে ইয়েমেনের হামলাও চলবে।
তিনি জানান, ইসরায়েলের সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার এবং কৌশলগত অবকাঠামোতে ধারাবাহিকভাবে আঘাত হানা হবে। গাজাবাসী ও প্রতিরোধ যোদ্ধাদের প্রতি ইয়েমেনের সমর্থন অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন।
এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও ঘনীভূত করেছে এবং ইরান-ইসরায়েল সংঘাতকে একটি বড় আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই