বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “যে দল নির্বাচনের তারিখ নিয়েও হুমকি দেয়—‘হয় আপনারা ডেট দেন, না হলে আমরা দিয়ে দেব’—তাদের আচরণ থেকেই বোঝা যায়, তারা ভোটের দিন সকালেই নিজেদের বিজয় ঘোষণা করে দেবে।”
শনিবার (৩১ মে) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি মন্তব্য করেন, “দেশের জনগণ এখন বলছে—আগে বিচার ও রাজনৈতিক সংস্কার চাই, তারপর নির্বাচন হতে পারে। নতুবা এই ধরনের হুমকি ও একতরফা আচরণ আরও বিশৃঙ্খলার জন্ম দেবে।”
তিনি অভিযোগ করেন, বর্তমানে যেভাবে রাষ্ট্রীয় ভাষায় এবং আচরণে আগ্রাসন দেখা যাচ্ছে, এমন পরিস্থিতি আওয়ামী লীগের সময়েও ততটা প্রকট ছিল না। “আমরা এখন অরাজনৈতিক ও অপসংস্কৃতির যে রাজনীতি জনগণের সামনে তুলে ধরছি, তা কোনো সুস্থ সংস্কৃতির অংশ নয়,”—বলেন তিনি।
ডা. মাসুদ জামায়াতের আইনজীবী অঙ্গনের প্রতি সংস্কারের লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “সংস্কার শুরু করতে হবে নিজেদের ভিতর থেকেই। নিজেদের গড়েই জাতিকে পরিবর্তনের পথে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ।”
নিজের বক্তব্যের শেষ অংশে তিনি বলেন, “একসময় আমরা বলতাম, আমরা প্রয়োজনে আবার রক্ত দেব। কিন্তু এখন আমি বলি—আল্লাহর দ্বীনের জন্য রক্ত দেওয়া হতে পারে, কিন্তু দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য, স্বৈরাচার হটাতে বা ফ্যাসিবাদের মোকাবেলায় আমরা আর রক্ত দিতে চাই না। বরং এখন সময় এসেছে—আমরা এমনভাবে দাঁড়াবো, যাতে তারা মাথা উঁচু করে দাঁড়াবারই সুযোগ না পায়।”
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ