গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন প্রক্রিয়াকে বিকৃত করার অভিযোগ এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেছেন, “গত ১৫ বছরে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাই ওই তিনটি নির্বাচনের সঙ্গে জড়িত সবাইকে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে।”
রোববার (২০ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এনসিপির পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন এবং তাজনুভা জাবীন।
নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, “আওয়ামী লীগ শুধু দেশের রাজনীতি নয়, প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেও ফ্যাসিস্ট কাঠামোর মধ্যে বন্দি করেছে। নির্বাচন কমিশনও এর দায় এড়াতে পারে না। যারা প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছে এবং যারা দায়িত্ব পালনে অনিয়মে জড়িত ছিল, তাদের বিচারের মুখোমুখি করতে হবে।”
এসময় তিনি নির্বাচন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের দাবি তুলে ধরেন। উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে ছিল—
মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীর সশরীরে উপস্থিতির বাধ্যবাধকতা,
৪৮ ঘণ্টার মধ্যে ইসির পক্ষ থেকে নির্বাচনী সার্টিফিকেট দেওয়া,
প্রার্থীর হলফনামা তদন্ত করে সত্যতা যাচাই,
ঋণখেলাপিদের প্রার্থিতা বাতিল করা এবং নির্বাচিত হলেও সংসদে প্রবেশে বাধা দেওয়া,
নির্বাচনকালীন সহিংসতা রোধে আচরণবিধি ও ব্যয় সংক্রান্ত বিধিতে পরিবর্তন,
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ,
রাজনৈতিক দল নিবন্ধনে সময়সীমা বাড়ানো এবং অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা পর্যবেক্ষণের উদ্যোগ।
তিনি অভিযোগ করেন, “একই নামে দলকে নিবন্ধন দেওয়া হয়েছে যাদের কোনো অফিসই নেই। এমন অনিয়ম দূর করতে প্রত্যেকটি দলের নিবন্ধন নবায়ন করতে হবে এবং সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে।”
নাসীরউদ্দীন পাটওয়ারী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব প্রস্তাব বাস্তবায়ন না হলে নিরপেক্ষ নির্বাচন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব নয়।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ