পাকিস্তানের অভ্যন্তরে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ওই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দেয় পাকিস্তান। দ্রুত প্রতিক্রিয়ায় পাকিস্তানি সশস্ত্র বাহিনী জম্মু ও কাশ্মিরে ভারতীয় তিনটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স জানিয়েছে, ভারতীয় স্থানীয় সরকারের চারটি পৃথক সূত্র তাদেরকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ভারত জানায়, পাকিস্তানের ৯টি অবকাঠামোয় তারা আঘাত হেনেছে। তবে এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও পাল্টা হামলায় সক্রিয় হয়ে ওঠে।
এ বিষয়ে পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র রয়টার্সকে বলেন, “ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।” যদিও ভারতের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো আসেনি।
উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ২৬ জন পর্যটকের নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এরপর থেকেই সীমান্তজুড়ে গোলাগুলি ও পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যাচ্ছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই