আবাসিকে নতুন গ্যাস সংযোগ নিয়ে সতর্কবার্তা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শনিবার (১৯ এপ্রিল) তিতাসের ফেসবুক পেজে এক বার্তা প্রকাশ করে এই সতর্কতা জানানো হয়।
তিতাস গ্যাস জানায়, সরকারি সিদ্ধান্ত অনুসারে আবাসিক বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ বা লোড বৃদ্ধি বন্ধ রাখা হয়েছে। তবে, কিছু প্রতারক চক্র সম্প্রতি নতুন গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
তিতাস কর্তৃপক্ষ জনগণকে এসব প্রতারক চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।