আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য প্রস্তুত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই আপিলের শুনানি হতে পারে।
এ তথ্য গতকাল রোববার জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেন, মামলার সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ফৌজদারি আপিল নং ৩৮/২০২৫ নম্বর মামলাটি প্রধান বিচারপতির আদালতে উপস্থাপন করা হবে।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দেন এ টি এম আজহারুল ইসলামকে। একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারকে ৯ ধরনের অভিযোগের মধ্যে ৬টি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে রায় ঘোষণা করে। তার মধ্যে ২, ৩ ও ৪ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড, ৫ নম্বরে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৬ নম্বর অভিযোগে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।
পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ২, ৩, ৪ ও ৬ নম্বর অভিযোগের দণ্ড বহাল রাখেন এবং ৫ নম্বর অভিযোগ থেকে খালাস দেন।
২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর ওই বছরের ১৯ জুলাই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন এ টি এম আজহারুল ইসলাম। ২৩ পৃষ্ঠার এই আবেদনে ১৪টি যুক্তি উপস্থাপন করা হয়।
রিভিউ আবেদন শুনানি শেষে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগের অনুমতির ভিত্তিতে পুনরায় আপিল শুনানির পথ খুলে যায়, যা আগামীকাল থেকে শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। আইনজীবী শিশির মনির আশাবাদ ব্যক্ত করে বলেন, “শুনানি দ্রুতই নিষ্পত্তি হবে ইনশাআল্লাহ।”
সংগৃহিত প্রতিবেদন
৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন বলে বিবিসি আই- এর একটি অনুসন্ধানে উঠে এসেছে
গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ
আদালত অবমাননার মামলা: শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড