মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দেহে আক্রমণাত্মক প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে। রোববার তাঁর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ক্যানসারটির গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫) এবং এটি হাড়েও ছড়িয়ে পড়েছে। তবে ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে আশা করা যাচ্ছে।
এই খবরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে সহানুভূতির পরিবেশ বিরাজ করছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের নেতারা বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
বাইডেনের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, “জো বাইডেনের চিকিৎসা-সংক্রান্ত খবর শুনে মেলানিয়া ও আমি গভীরভাবে মর্মাহত। জিল এবং পুরো পরিবারকে আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বাইডেনের দ্রুত ও সফল আরোগ্য কামনা করছি।”
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, হিলারি ক্লিনটন, ন্যান্সি পেলোসি প্রমুখ নেতারাও বাইডেনের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০১৫ সালে বাইডেনের বড় ছেলে বিউ বাইডেন মস্তিষ্কের ক্যানসারে মারা যান। ওই অভিজ্ঞতার পর বাইডেন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে ‘ক্যানসার মুনশট’ নামে একটি বড় উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্যোগের লক্ষ্য ছিল ক্যানসারে মৃত্যুহার হ্রাস করা ও আক্রান্তদের জীবনের মানোন্নয়ন ঘটানো। এবার তিনি নিজেই সেই রোগের বিরুদ্ধে লড়ছেন।
সূত্র:যুগান্তর
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই