ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আজারবাইজান সফর বাতিলের প্রকৃত কারণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও তার কার্যালয় জানিয়েছে, আঞ্চলিক পরিস্থিতি এবং নিরাপত্তা ও রাজনৈতিক ব্যস্ত সময়সূচিই সফর বাতিলের কারণ, তবে ইসরায়েলি সংবাদমাধ্যম Walla জানিয়েছে—আসল কারণ তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে না পারা।
প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর বিমান “উইং অফ জায়োন স্টেট” আঙ্কারার আকাশসীমা দিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু তুরস্ক অনুমতি না দেওয়ায় বিকল্প রুট বিবেচনা করা হয়—যেমন গ্রিস ও বুলগেরিয়ার ওপর দিয়ে উড্ডয়ন। কিন্তু এতে সময় দ্বিগুণ হয়ে যাওয়ায় সফর বাতিল করা হয়।
তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক দিন দিন অবনতি হওয়ায় এটাই প্রথম নয় যে ইসরায়েলি শীর্ষ পর্যায়ের কারও সফর বাধাগ্রস্ত হলো। এর আগে ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগও তুরস্কের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় জাতিসংঘের COP-29 সম্মেলনের সফর বাতিল করেন।
ভৌগোলিক বাস্তবতায়, ইসরায়েল থেকে আজারবাইজান সরাসরি পৌঁছাতে সাধারণত তুরস্কের আকাশসীমা ব্যবহার করা হয়। বিকল্প পথগুলো (যেমন সিরিয়া, ইরাক, ইরান) রাজনৈতিক বা নিরাপত্তাজনিত কারণে ব্যবহারযোগ্য নয়।
এই পরিস্থিতি ইসরায়েলের আঞ্চলিক বিচ্ছিন্নতা এবং মুসলিম বিশ্বে তাদের ক্রমবর্ধমান কূটনৈতিক সংকটের একটি উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে।
তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই