দক্ষিণ-পশ্চিম তুরস্কের মারমারিস উপকূলে মঙ্গলবার ভোরে ৫.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় এক ১৪ বছর বয়সী কিশোরীর মৃত্যু হয়েছে এবং অন্তত ৭০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।
মন্ত্রী এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া বিবৃতিতে জানান, ভূমিকম্পের পরপরই আতঙ্কিত মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে আসেন। কেউ কেউ আতঙ্কে উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ে আহত হন। তবে এখন পর্যন্ত কোনো ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়নি।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (AFAD) জানায়, ভূমিকম্পটি সংঘটিত হয় রাত ২টা ১৭ মিনিটে, মারমারিস উপকূল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে।
ভূমিকম্পে নিহত কিশোরী আফরানুর গুনলু ফেথিয়ে এলাকায় বসবাস করতেন। তিনি আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
আহতদের মধ্যে ১৪ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, ৮ জন চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৪৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো—মারমারিস, বোদরুম ও ফেথিয়ে—তুরস্কের প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। ২০২৪ সালে এই এলাকাগুলোতে প্রায় ৩.৭ মিলিয়ন বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু।
সূত্র: AFP
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই