জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে কর্মসংস্থান ও অর্থনৈতিক বৈষম্য নিরসনে অকার্যকর বলে আখ্যায়িত করেছেন। মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান শুরু হয়েছিল বেকার সমস্যা থেকে, কিন্তু এই বাজেটে সেই সমস্যার সমাধানে কার্যকর কিছু নেই।”
নাহিদ দাবি করেন, গত এক বছরে ২৬ লাখ নতুন বেকার তৈরি হয়েছে, অথচ বাজেটে কর্মসংস্থান বৃদ্ধির জন্য বিনিয়োগ বাড়ানোর কোনো কার্যকর কৌশল বা পরিকল্পনা নেই। বরং ব্যাংকনির্ভর অর্থনীতির পুরনো কাঠামোই বহাল রাখা হয়েছে, যা দিয়ে কর্মসংস্থান বাড়বে বলে মনে করেন না তিনি।
তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার সময়োপযোগী সমস্যাগুলো শনাক্ত করলেও, সমাধান বা দীর্ঘমেয়াদি রূপান্তরের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা বাজেটে অনুপস্থিত।” শিক্ষা, স্বাস্থ্য ও বিজ্ঞান-প্রযুক্তি খাতে বরাদ্দে কোনো নবত্ব নেই বলেও মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক।
নাহিদ ইসলাম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট অর্ধেক করা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। অথচ সেই খাতে বাজেট কমানো হলো—এটা অনৈতিক ও আত্মঘাতী সিদ্ধান্ত।”
তিনি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বাজেটে ইনসেন্টিভ না থাকায় হতাশা প্রকাশ করেন এবং বলেন, “ই-কমার্স ও ডিজিটাল লেনদেনে কর বাড়ানো ডিজিটাল অর্থনীতিকে নিরুৎসাহিত করবে।”
কালো টাকা সাদা করার সুযোগের বিরোধিতা করে নাহিদ বলেন, “রেজিম পরিবর্তনের পরেও কালো টাকা বৈধ করার আশা করা অবাস্তব। বরং এই সুবিধা বন্ধ করাই উচিত।”
তবে তিনি জুলাই গণ-আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের জন্য ৪০৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান। তার ভাষায়, “এই বরাদ্দ যেন যথাযথভাবে ব্যয় হয় এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে যেন গড়িমসি না করা হয়।”
সবশেষে এনসিপির আহ্বায়ক বলেন, “সরকারের সদিচ্ছা থাকলেও বাজেটে অর্থনৈতিক রূপান্তরের যে ভিশন দরকার ছিল, সেটির প্রতিফলন ঘটেনি।”
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ