রাজনীতিতে ধীরে ধীরে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে এবং আরও সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিবাদী চক্রান্তকারীরা— এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “এই অপশক্তির মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। না হলে ব্যর্থ হবে আমাদের সব অর্জন।”
মঙ্গলবার বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার বিএনপি নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “দেশের উন্নয়ন-অগ্রগতিতে এখন পর্যন্ত যত কাজ হয়েছে, তার ৭০ ভাগই বিএনপির আমলে সম্পন্ন হয়েছে।” তিনি স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।
তিনি বলেন, “প্রতিরোধভিত্তিক স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দিয়ে আগামী ১০ বছরের মধ্যে একটি সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তোলা আমাদের লক্ষ্য। মানবিক মূল্যবোধে গঠিত পাঠ্যক্রম চালু করে সুনাগরিক এবং নেতৃত্বে সক্ষম তারুণ্য তৈরি করাই আমাদের উদ্দেশ্য।”
৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার
তারেক রহমান বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এ দায়িত্ব জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিতে হবে। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। আমরা দেশের ২০ কোটি মানুষের সঙ্গে এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “‘টেইক ব্যাক বাংলাদেশ’ কর্মসূচির মাত্র একাংশ এখন পর্যন্ত বাস্তবায়িত হয়েছে। দেশের মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক স্বাধীনতা, স্বাস্থ্যসেবা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পারলেই আমরা বলতে পারব, এই কর্মসূচি বাস্তবে রূপ পেয়েছে।”
স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের আহ্বান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “যখন কেউ স্বৈরাচারের ভয়ে মুখ খুলতে সাহস পায়নি, তখনই বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে। ফয়সালা হবে রাজপথেই—এটাই বিএনপির অবস্থান।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সব অশুভ শক্তিকে পরাজিত করে আমাদের ইস্পাত-দৃঢ় ঐক্য বজায় রাখতে হবে।”
তিন জেলার কর্মশালায় ব্যাপক অংশগ্রহণ
কুড়িগ্রাম:
কুড়িগ্রাম জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে ১০টায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, “৩১ দফার বাইরে কোনো বিকল্প নেই। প্রয়োজন হলে দ্রুত নির্বাচন দেওয়া হোক, এজন্য আন্দোলনের দরকার নেই।”
লালমনিরহাট:
জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। প্রধান প্রশিক্ষক ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। পাঁচ শতাধিক নেতাকর্মী কর্মশালায় অংশ নেন।
গাইবান্ধা:
জেলা ইনডোর স্টেডিয়ামে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. ময়নুল হাসান সাদিক। উদ্বোধনী বক্তব্য দেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
এছাড়া বক্তব্য রাখেন ডা. মওদুদ আলমগীর পাভেল, ব্যারিস্টার রুমিন ফারহানা, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারহানা শারমিন পুতুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
তিন জেলার এ প্রশিক্ষণ কর্মশালায় প্রায় দেড় হাজার বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেন এবং দলীয় লক্ষ্য ও ভবিষ্যৎ করণীয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সংগৃহিত প্রতিবেদন
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ