সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশের কাসরুক এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হঠাৎ করে ঘাঁটিটির ওপর হামলা চালানো হয়। হামলার ধরন কিংবা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট বিবরণ এখনো প্রকাশ পায়নি। তবে স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে এবং এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হামলার পর মার্কিন সেনারা ঘাঁটির চারপাশ ঘিরে ফেলে এবং কাসরুক অঞ্চলে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি জোরদার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রোন ও হেলিকপ্টারের টহল চোখে পড়েছে।
বিশ্লেষকদের মতে, এই হামলা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার নতুন ইঙ্গিত হতে পারে। অতীতে ইরানপন্থী গোষ্ঠীগুলোর ওপর দায় চাপানো হলেও বহু হামলার মূল হোতা শনাক্ত করা সম্ভব হয়নি।
এই হামলা নিয়ে এখনও যুক্তরাষ্ট্র সরকার বা প্রতিরক্ষা দপ্তর কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে এ ধরনের হামলা যুক্তরাষ্ট্রের উপস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই