আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানী ঢাকার শাহবাগে গণজমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দেশের অন্যান্য এলাকায় ব্লকেড না দিয়ে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শনিবার ভোরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, “ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।”
এর আগে শুক্রবার রাতে শাহবাগ থেকে গণজমায়েতের ঘোষণা দেন হাসনাত। তিনি জানান, যারা আওয়ামী লীগের হাতে নিপীড়িত, গুম-খুনের শিকার, পিলখানা, শাপলা চত্বর ও লগি-বৈঠা হত্যাকাণ্ডের শিকার—তাদের সম্মিলিত অংশগ্রহণে শাহবাগে গণজমায়েত অনুষ্ঠিত হবে।
আজ শনিবার বিকেল ৩টা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েত শুরু হওয়ার কথা রয়েছে। একই সময়ে সারাদেশে ‘জুলাই স্পট’-এ গণ-অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
এনসিপির তিন দফা দাবি হলো:
উল্লেখ্য, গত ৮ মে রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নেয় এনসিপির নেতাকর্মীরা। সেখান থেকে শুক্রবার সকালে হাসনাত সমাবেশের ঘোষণা দেন। পরে বিকেল সাড়ে ৪টায় সেই সমাবেশ স্থগিত করে শাহবাগ অবরোধের আহ্বান জানান। এরপর বিকেল পৌনে ৫টায় হাজারো ছাত্র-জনতা মিছিলসহ শাহবাগে এসে জড়ো হয়ে মূল সড়কে অবস্থান নেন।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ