জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি তুলেছেন। রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, এক কোটি দশ লাখ প্রবাসী বাংলাদেশি ভোটারের অধিকার না থাকা নিছক উপেক্ষা নয়, এটি রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি নির্মম উপহাস। তার ভাষায়, “তাদের ভোটাধিকার না দিলে দেশের অর্থনীতি করুণ পরিণতির দিকে যাবে। এতে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই।”
তিনি নির্বাচন কমিশনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং বলেন, প্রবাসীদের অধিকার নিশ্চিত করেই সুষ্ঠু নির্বাচনের ভিত্তি রচিত হতে পারে।
এ সময় তিনি আরও বলেন, আদালতের রায়ের আলোকে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, “আমরা আশা করি, বর্তমান কমিশন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করবেন। আমরা সর্বাত্মক সহযোগিতা করব। তবে ব্যতিক্রম দেখা গেলে চুপ থাকব না।”
ডা. শফিকুর রহমান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবিও তোলেন, যাতে নির্বাচন কমিশনের বাস্তব সক্ষমতা যাচাই করা যায়।
তিনি বলেন, “জীবনবাজি রেখে যারা পরিবর্তনের জন্য লড়াই করেছেন, তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমের অবসান। আজ হয়তো কিছু ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম এখনো রয়ে গেছে। এর কালো ছায়া জাতির ঘাড়ে আজও স্পষ্ট।”
ফ্যাসিবাদ নির্মূলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “এই নির্বাচনের মধ্য দিয়েই গঠিত হবে একটি ন্যায্য ও জনগণের কাছে দায়বদ্ধ সরকার।” একইসঙ্গে তিনি দাবি করেন, “সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পেছনে জামায়াতে ইসলামীর রয়েছে ঐতিহাসিক ভূমিকা।”
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ