বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “১৯৭১ সালে পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করা হয়েছে দিল্লির দাসত্ব করার জন্য নয়। একইভাবে ৫ আগস্ট দিল্লির দাসত্ব থেকে মুক্তি পাওয়া দেশের মানুষ ওয়াশিংটনের গোলামি করতেও রাজি নয়।” তিনি বলেন, বাংলাদেশ তার স্বাধীনতা ও স্বকীয়তা বজায় রেখে মাথা উঁচু করে দাঁড়াবে, কিন্তু কোনো ভিনদেশি শক্তির স্বার্থে এ দেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।
শনিবার (১৭ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, “১৯৭২ সালের সংবিধানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতার ইতিহাস কলঙ্কিত করা হয়েছে এবং প্রকৃত চেতনা ছিনতাই করা হয়েছে। ৭২-এর চেতনাকে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা নামে প্রচার করে ভারতীয় দালালির চেতনাকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিক্রি করেছে।”
আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর দ্রুত প্রত্যাহার দাবি করে তিনি বলেন, “এ সমস্ত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অন্যথায় দেশজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, “জুলাই গণহত্যা, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, আলেম-ওলামা ও সাধারণ মানুষের গুম, খুন ও নির্যাতনের বিচার কার্যকর না হলে দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না।”
মামুনুল হক জাতীয় ঐকমত্য রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, “বাংলাদেশকে রক্ষায় ফ্যাসিবাদের পুনর্বাসন প্রতিহত করতে হবে। এর জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।”
গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আব্দুল আজিজ খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ