তিনদফা দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে লং মার্চ এবং রাতভর রাস্তায় অবস্থান করার পরও দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি শিক্ষার্থীদের দাবিকে 'যৌক্তিক' আখ্যা দিয়ে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
সারজিস লিখেছেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে এত গড়িমসি কেন? শিক্ষার্থীদের আবার রাস্তায় নামতে হলো কেন?”
তিনি বলেন, “বছরের পর বছর দেশে একের পর এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, অথচ ঢাকার বুকে অবস্থিত একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন নেই। মেয়েদের জন্য নামমাত্র একটি হল আছে, আর একাডেমিক স্পেস তো নেই বললেই চলে।”
সদরঘাটের মতো ঘনবসতিপূর্ণ, অনুপযোগী এলাকায় হাজারো শিক্ষার্থী কীভাবে বাস করে—সেই প্রশ্ন তোলেন সারজিস। তার ভাষায়, “এগুলো নিয়ে কি কারো মাথাব্যথা নেই?”
আওয়ামী লীগ সরকার পতনের পরও বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান না হওয়া নিয়ে হতাশা প্রকাশ করে সারজিস লিখেছেন, “বিশ্ববিদ্যালয়ের আশপাশের জায়গা ও ভবন দখলে ছিল আওয়ামী লীগের লোকদের কাছে। এখন তারা ক্ষমতায় নেই, তবু কেন শিক্ষার্থীরা সেই জায়গাগুলো ফিরে পাচ্ছে না? স্থায়ী ক্যাম্পাসের কাজ কেন সর্বোচ্চ গুরুত্ব পায় না? একনেকে বিল পাসে বিলম্ব হচ্ছে কেন?”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরাই তো এই পরিবর্তনের জন্য বুকের তাজা রক্ত দিয়েছে। অথচ তাদের জন্য কি কোনো সংস্কার হয়েছে? সুযোগ-সুবিধা কি আদৌ বেড়েছে?”
পোস্টের শেষাংশে সারজিস জোর দিয়ে বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হোক। কেবল নামমাত্র নয়, এই বিশ্ববিদ্যালয় যেন সত্যিকার অর্থে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ ধারণ করে।”
সূত্র:যুগান্তর