খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, "দেশের উন্নয়ন ও রাজস্ব আয়ের বড় একটি অংশ শ্রমজীবী মানুষ এবং প্রবাসী শ্রমিকদের উপার্জনের মাধ্যমে অর্জিত হচ্ছে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি মূলত শ্রমিকদের কঠোর পরিশ্রমের ফল। তাই শ্রমিকদের জীবনমান উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে চাকুরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হঠাৎ ছাঁটাইয়ের মতো অনিয়ম বন্ধ করতে হবে এবং ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে।"
তিনি আরও বলেন, "আয় ও উৎপাদন বৃদ্ধির জন্য মজুরি বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের শিল্প-কারখানার মালিকানার একটি অংশ দিতে হবে। ইসলামী শ্রম আইন বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব শ্রমিক-মালিক ঐক্য গড়ে তুলে দেশের সার্বিক উন্নয়ন সাধন করা। সরকার যদি আইন করে শ্রমিকদের আন্দোলন নিষিদ্ধ করার চেষ্টা করে, তবে শ্রমজীবী জনগণকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করতে হবে।"
১লা মে মহান শ্রমিক দিবস উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টনের এফপিএবি মিলনায়তনে বিকাল ৩টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
সভা পরিচালনা করেন মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন:
আলোচনা সভা শেষে মে মাসব্যাপী খেলাফত মজলিসের দাওয়াত ও গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পল্টন এলাকায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বার্তা প্রেরক:
মনসুরুল আলম মনসুর
প্রচার সম্পাদক,
খেলাফত মজলিস – ঢাকা মহানগরী দক্ষিণ
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ