ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ইসরাইলের বিরুদ্ধে নতুন করে একটি সামরিক অভিযান চালিয়েছে। এ অভিযানে ড্রোন, হাইপারসনিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি।
সোমবার এক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, ইসরাইল অধিকৃত অঞ্চলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ইয়েমেনি বাহিনী ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
বিবৃতিতে বলা হয়, অভিযানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শত্রু লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানে। প্রথমটি ছিল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘প্যালেস্টাইন-২’, যা আশদোদের পূর্বাঞ্চলে অবস্থিত একটি ইসরাইলি বিমানঘাঁটিতে আঘাত হানে। দ্বিতীয়টি ‘জুলফিকার’ নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার লক্ষ্য ছিল ইয়াফা অঞ্চলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর।
এছাড়া, আশকেলন শহরের একটি কৌশলগত স্থাপনায় ড্রোন হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয় বিবৃতিতে।
ইয়াহিয়া সারি বলেন, “ইয়েমেনি সশস্ত্র বাহিনী উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে শত্রুপক্ষের ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে।”
ইসরাইলি সংবাদমাধ্যমগুলো হামলার সময় সাইরেন বেজে ওঠার খবর প্রকাশ করলেও, ইসরাইলি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কিংবা হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেনি।
তথ্য সূত্র:যুগান্তর
ক্ষুধায় ধুঁকছে গাজা, মৃতের সংখ্যা বাড়ছেই—শেষ ২৪ ঘণ্টায় ৬৪ জনের মৃত্যু
গ্রেফতারি আবেদন শুনেই লন্ডন ছাড়লেন ইসরায়েলি মন্ত্রী
বাংলাদেশের মন্তব্যে ক্ষুব্ধ নয়াদিল্লি, পশ্চিমবঙ্গ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া ভারতের
ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মানেনি হামাস
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না