সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তার দাখিল করা আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।
বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে, মঙ্গলবার (১৩ মে) হাইকোর্ট ৫৮৭ দিনের আপিল দাখিলে বিলম্ব মার্জনা করেন, ফলে তার আপিলের পথ উন্মুক্ত হয়।
মামলার পটভূমিতে জানা যায়, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করে।
২০২৩ সালের ২ আগস্ট ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানকে মোট ৯ বছর ও জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়।
তবে সরকারের সিদ্ধান্তে গত বছরের শেষ দিকে এক বছরের জন্য জোবাইদা রহমানের সাজা স্থগিত করা হয়, যেন তিনি আপিল করার সুযোগ পান।
চলতি মাসের ৬ মে দেশে ফিরে আসেন ডা. জোবাইদা রহমান এবং এরপর আদালতে আপিল ও জামিন আবেদন করেন। আদালতের আজকের আদেশের ফলে তিনি এখন জামিনে মুক্ত এবং আপিলের শুনানি চলবে নিয়মিতভাবে।
৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন বলে বিবিসি আই- এর একটি অনুসন্ধানে উঠে এসেছে
গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ
আদালত অবমাননার মামলা: শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড