3 মাস আগে
ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে
ভোটার তালিকা আইন সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোটার তালিকা সংক্রান্ত বিদ্যমান আইনের পরিবর্তন আনার জন্য আমরা একটি প্রস্তাব করেছি। সেখানে আমরা বলেছি, কমিশন যৌক্তিক বিবেচনায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য যে সময়টা মনে করবেন, তা কমিশন সভায় ঠিক করবেন। অর্থাৎ নির্বাচনে কারা ভোট দেবেন বা ভোটার তালিকা করার সময়সীমা যৌক্তিক বিবেচনায় নির্ধারণ করবে কমিশন।’
সচিব বলেন, ‘ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার এই যৌক্তিক বিবেচনাটা কিসের ভিত্তিতে হবে, এটা কমিশন সিদ্ধান্ত নেবেন।’
তিনি বলেন, ‘সীমানা পুনঃনির্ধারণ সম্পর্কিত কার্যক্রম চলমান রয়েছে। ৭৬টি সংসদীয় আসন রিলেটেড। যেটা আমাদের কাছে যৌক্তিক মনে হবে সেটাই করা হবে। এখনো এটা চূড়ান্ত হয়নি, পর্যালোচনা পর্যায়ে রয়েছে।’