সাম্প্রতিক খবর

3 মাস আগে

ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে

ভোটার তালিকা আইন সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোটার তালিকা সংক্রান্ত বিদ্যমান আইনের পরিবর্তন আনার জন্য আমরা একটি প্রস্তাব করেছি। সেখানে আমরা বলেছি, কমিশন যৌক্তিক বিবেচনায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য যে সময়টা মনে করবেন, তা কমিশন সভায় ঠিক করবেন। অর্থাৎ নির্বাচনে কারা ভোট দেবেন বা ভোটার তালিকা করার সময়সীমা যৌক্তিক বিবেচনায় নির্ধারণ করবে কমিশন।’ সচিব বলেন, ‘ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার এই যৌক্তিক বিবেচনাটা কিসের ভিত্তিতে হবে, এটা কমিশন সিদ্ধান্ত নেবেন।’ তিনি বলেন, ‘সীমানা পুনঃনির্ধারণ সম্পর্কিত কার্যক্রম চলমান রয়েছে। ৭৬টি সংসদীয় আসন রিলেটেড। যেটা আমাদের কাছে যৌক্তিক মনে হবে সেটাই করা হবে। এখনো এটা চূড়ান্ত হয়নি, পর্যালোচনা পর্যায়ে রয়েছে।’

3 মাস আগে

উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ফিরল বিমান

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ২৫০০ ফিট ওপরে ওঠানোর পর ফ্লাইটটি আবারও বিমানবন্দরে আসার সিদ্ধান্ত নেয়। শুক্রবার (২৭ জুন) সকালে বিমানের বিজি ৫৮৪ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি ৮টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই, প্রায় ২৫০০ ফিট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

3 মাস আগে

চাঁদপুরে সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরলো স্থানীয়রা

চাঁদপুরে সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদের বিরুদ্ধে। সহকারী শিক্ষক কাশেমের সহযোগিতায় প্রায় এক টন সরকারি পাঠ্যবই বিক্রির চেষ্টাকালে স্থানীয়দের কাছে হাতেনাতে ধরা পড়েন তারা। মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বুধবার (২৫ জুন) রাতে প্রধান শিক্ষক বশির আহমেদ ও সহকারী শিক্ষক কাশেম বিদ্যালয়ের পুরোনো সরকারি বই হকারের কাছে বিক্রির চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটকে ফেলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বশির আহমেদ ও কাশেম স্যার নিজেই হকারকে কল করেন। পরে সেই হকার এসে ২০০-২৫০ কেজি বই মাপেন। সব মিলিয়ে প্রায় ৩ টনের মতো বই সেখানে প্রস্তুত ছিল।

3 মাস আগে

‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত নতুন সহায়তা ব্যবস্থা চালুর এক মাস পেরোতে না পেরোতেই ফিলিস্তিনিদের জন্য খাবার সংগ্রহ করতে গিয়ে জীবন হাতে নিয়ে রাস্তায় নামার বিষয়টি নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছে। গাজার মানুষ যখন ক্ষুধার তাড়নায় খাবার বিতরণ কেন্দ্রে যাচ্ছেন, তখন সেখানকার পরিস্থিতি পরিণত হচ্ছে প্রাণঘাতী সহিংসতায়। এর বেশিভাগই হচ্ছে গাজার দক্ষিণাঞ্চলে। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঠিকাদারদের পরিচালিত এবং কাছাকাছি ইসরাইলি সেনাবাহিনীর পাহারায় থাকা এই বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, জাতিসঙ্ঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা উত্তর গাজায় সীমিত পরিমাণ খাবার পৌঁছে দেয়ার চেষ্টা করছে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, যে ট্রাকগুলো আটা বা অন্যান্য সামগ্রী নিয়ে প্রবেশ করছে, তা ঢোকার কয়েক মিনিটের মধ্যেই হাহাকাররত মানুষের ভিড়ে লুট হয়ে যাচ্ছে। জাতিসঙ্ঘের মানবিক সহায়তা সমন্বয়-বিষয়ক সংস্থা বা ওসিএইচএর মুখপাত্র ইয়েন্স লারকে এই নতুন সহায়তা বিতরণ কেন্দ্রগুলোকে ‘মৃত্যুকূপ’ আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা। আমরা যা-ই আনি, সাথে সাথেই মানুষ লুটে নিচ্ছে। এতটাই তাদের নিরাশার মাত্রা।’ নতুন সহায়তা ব্যবস্থা পরিচালনা করছে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ। দক্ষিণ গাজায় হাতে গোনা কয়েকটি বিতরণ কেন্দ্র চালু রয়েছে। মার্চ থেকে মে পর্যন্ত তিন মাস ইসরাইল গাজায় কোনো সাহায্য পৌঁছাতে দেয়নি। গত ১৯ মে থেকে কিছুটা শিথিলতা এলে নতুন এই ব্যবস্থা চালু হয়।

শিরোনাম
ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ফিরল বিমান চাঁদপুরে সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরলো স্থানীয়রা ‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা’ পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরাইল