বগুড়ায় যুবলীগের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত এক আলোচিত সন্ত্রাসী মেহেদী হাসান হৃদয় ওরফে হৃদয় ব্যাপারী (৩২)–কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৮ জুন) ভোরে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, হৃদয় ব্যাপারী দীর্ঘদিন ধরে বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় একটি সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তোলেন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, বালু ও মাদক ব্যবসা, সুদ কারবারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ডিবির তথ্যমতে, হৃদয় ব্যাপারীর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ অন্তত ১০টির বেশি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তাঁর গ্রেপ্তারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারের পর হৃদয় ব্যাপারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁর সহযোগী ও পৃষ্ঠপোষকদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে চেলোপাড়া ও আশপাশের এলাকায় হৃদয় ব্যাপারীর বাহিনীর ত্রাস চলছিল। তাঁর গ্রেপ্তারে তারা কিছুটা স্বস্তি বোধ করছেন।
ডিবি পুলিশ বলছে, অপরাধের সঙ্গে জড়িত যে-ই হোক, রাজনৈতিক পরিচয় দেখে নয়—তথ্য-প্রমাণের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হৃদয় ব্যাপারীকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে আরও তথ্য প্রকাশ করা হবে।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা