আজ বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (২০২৪) শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনে মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ। জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম। সদর উপজেলা জামাতের আমির ডাঃ মাওঃ ফেরদাউস আলি ও সদর উপজেলা সেক্রেটারি মাওঃ লিয়াকত আলী। এ ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
জিয়ারতের সময় উপস্থিত নেতৃবৃন্দ শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
শেখ মনজুরুল হক রাহাদ, বলেন,
বৈষম্যের প্রতিবাদ করতে গিয়েই আলিফ শহীদ হন। তাঁর ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আমরা শহীদদের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ইসলামী মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মীরা কবরস্থান এলাকায় কিছুক্ষণ অবস্থান করেন এবং শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা
এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি: জামায়াতের সেক্রেটারি জেনারেল