রাজধানীতে পুনর্বহাল, ক্ষতিপূরণ ও মুক্তির দাবিতে আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে।
এর আগে সকালে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। সেখান থেকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন ‘যমুনা’র দিকে পদযাত্রা শুরু করলে কাকরাইল মোড়ে পুলিশ তাদের বাধা দেয়।
পুলিশ ১০ মিনিটের আল্টিমেটাম দিয়েও সাড়া না পেয়ে জলকামান ছুড়ে ও কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন এবং বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়। পরে পুলিশ আন্দোলনকারীদের মৎস্যভবনের দিকে সরিয়ে নেয়।
১. চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ দিয়ে পুনর্বহাল
২. পিলখানা হত্যাকাণ্ড তদন্ত কমিশনের বিতর্কিত ধারাগুলো বাতিল
৩. বিডিআর নাম পুনঃস্থাপন ও কারাবন্দি সদস্যদের মুক্তি
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম আন্দোলনকারীদের একজন প্রতিনিধিকে যমুনায় পাঠানোর প্রস্তাব দিলেও তারা অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন, যার পরিপ্রেক্ষিতে বলপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পিলখানা বিদ্রোহের পর চাকরিচ্যুত হওয়া বিডিআর সদস্যদের একটি অংশ বহুদিন ধরেই পুনর্বহাল ও মুক্তির দাবিতে আন্দোলন করে আসছে। এবার তারা সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন।
তাদের দাবি— "নতুন বাংলাদেশে সুবিচার ও পুনরায় অন্তর্ভুক্তির সুযোগ চায় পিলখানার বাইরে থাকা হাজারো নিরীহ সদস্য"। তবে সরকারপক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা
এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি: জামায়াতের সেক্রেটারি জেনারেল